ভারতে খেলতে আসছে পাকিস্তান!
সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স টুফিতে পাকিস্তানের মাটিতে ভারতের না খেলতে যাওয়া নিয়ে বেশ সরগরম ছিল ক্রিকেটবিশ্ব। শুধুমাত্র ভারতের আপত্তির মুথে একক আয়োজন থেকে সরে এসে দুবাইকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজন করেছিল আসরটি। তবে এবার ভারতের মাটিতে খেলতে যাবে পাকিস্তান। এশিয়া কাপ হকিতে ভারতে খেলতে যাবে দেশটি।
চলতি বছরের ২৯ অগাস্ট থেকে শুরু হতে এশিয়া কাপ হকির আয়োজক ভারত। দেশটির বিহারের রাজগিরের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সে হতে যাওয়া এ আসরে অংশ নিবে পাকিস্তান। গত সোমবার পাকিস্তান হকি সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ভারতে হতে যাওয়া এশিয়া কাপে খেলতে আসবে পাকিস্তান হকি দল। সর্বশেষ ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। সেই ৬ দলের টুর্নামেন্টে ৫ নম্বরে শেষ করে পাকিস্তান হকি টিম।
পাকিস্তান হকি দলের ভারত সফর নিয়ে ভারতের হকি ফেডারেশেনের সভাপতি দিলীপ তিরকে গণমাধ্যমকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে কোনও জায়গায় হোক না কেন, তা সব সময় রোমাঞ্চকর হয়। এই ম্যাচ সব সময়ই উপভোগ্য। ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। খুব ভালো ম্যাচ হয়েছিল। আশা করি এবারও রাজগিরে এশিয়া কাপে প্রচুর দর্শক থাকবে।’
এদিকে হকিতে অবশ্য আগের মতো দাপট নেই পাকিস্তানের। খেলোয়াড়দের পারফরম্যান্সেও নেই আগের মতো ক্ষুরধার তীক্ষ্ণতা। সেখানে অবশ্য আগের চেয়ে এগিয়েছে ভারত। অগাস্টে হতে যাওয়া এ আসরের পর্দা নামবে ৭ সেপ্টেম্বর। যেখানে ভারত,পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়াও খেলবে।