প্রথম বিশ্বকাপের ৫০ বছর পূর্তি উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:২৭ পিএম | ০২ এপ্রিল, ২০২৫

১৯৭৫ সালের ২১ জুন। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শেষ হাসিটা হেসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সময়ের ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়াকে ১৭ রানের ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল ক্যারিবীয়রা। সেই বিজয়কে স্মরণীর করে রাখতে এবার প্রথম বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকেবাজের বরাতে জানা গেছে বার্বাডোসে হতে পারে এই আয়োজন। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো দিন তারিখ নির্দিষ্ট করে জানানো হয় নি। এ সর্ম্পকে ক্যারীবিয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ক্রিশ্চ ডেরিং জানান,`হ্যাঁ, এটা (সত্য)। তবে অবশ্যই আমরা যথাসময়ে উদযাপনের নির্দিষ্ট তারিখ এবং বিস্তারিত ঘোষণা করব।'

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটির কিংবদন্তী খেলোয়াড় মিশেল হোল্ডিং জানান,‘আমি মনে করি এটা একটি চমৎকার ধারণা। আমি স্পষ্টতই উদযাপনের বিস্তারিত জানি না, কিন্তু আমাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত ধারণা। অন্যরা তাদের অর্জনে গর্ব দেখায় এবং অন্যদের উপর নির্ভর না করে নিজেদের আলো ছড়াতে থাকে। আমাদের নিজের ইতিহাস লিখতে হবে এবং আমাদের অর্জন উদযাপন করতে হবে।’

এদিকে এ আয়োজন সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো জানান,‘ এই বছর আমরা ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ জয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। শুধুমাত্র কিছু বিষয় চূড়ান্ত করা বাকি আছে । এটি আমাদের বার্ষিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে ‘

এ সময় তিনি আরো বলেন,‘ আমাদের কিছু ১২ জন সেই কিংবদন্তি এখনও জীবিত আছেন, এবং আমরা তাদের সাফল্য উদযাপন করতে যাচ্ছি একটি ইভেন্টে যা বার্বাডোসে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য আরেকটি দুর্দান্ত ইভেন্ট হবে। আমাদের সমস্ত হোম সিরিজের পাশাপাশি হতে যাওয়া এ অনুষ্ঠানের জন্য আমরা এই বছর অপেক্ষা করছি।’

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :