দেশ ছাড়ার আগে নিজের পরিকল্পনার কথা জানালেন জ্যোতি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৫৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থাকায় ঈদুল ফিতরের ছুটি পায়নি বাংলাদেশ নারী দল। আগামী ৫ এপ্রিল থেকে পাকিস্তানের লাহোরে শুরু হতে যাওয়া এ আসরে দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। সেই সঙ্গে বিশ্বকাপ নিশ্চিতে নিজের পরিকল্পনার কথাও জানালেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারায় বাংলাদেশের মেয়েরা। যে কারণে বাছাইপর্বের পরীক্ষা উতরে মুল আসরে খেলতে হবে জ্যোতিদের। আর সেখানের প্রস্তুতির জন্য ঈদের ছুটিও পায় নি মেয়েরা। ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাছাইপর্বে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানে উদ্দেশ্যে দেশ ছাড়বে মেয়েরা। তার আগে মিরপুর আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। জ্যোতির মতে,‘ পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’

বরাবরের মতো দলের বোলিং লাইন আপে ভরসা রেখে তিনি জানান, ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’

তিনি আরো বলেন,‘ দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকনোমিক্যাল বল করতে পারি।’

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :