ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার পাকিস্তানের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৪৬ পিএম | ০২ এপ্রিল, ২০২৫

৩২ রানেই নেই ৫ উইকেট। এখান থেকে ঘুরে দাঁড়ানো এক প্রকার অসম্ভব ব্যাপার। তবুও ফাহিম আশরাফ ও নাসিম শাহ এর ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে তা যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হারলো মোহম্মদ রিজওয়ানের দল।

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বেন শিয়ার্সের বোলিং তোপে ২০৮ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। এ ম্যাচ জয়ে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিলো কিউইরা।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে পাকিস্তানের ইনিংসের প্রথম ১২ ওভারেই। টপ অর্ডারে পাঁচ ব্যাটারের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পরা বাবর আজম ও রিজওয়ানও ব্যাট হাতে এদিনও ব্যর্থ। বাবর ১ ও রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৫ রান।

৩২ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ফাহিম আশরাফ। করেছেন ৮০ বলে ৭৩ রান। নাসিম শাহ এর ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫১ রান। এই দুজন ছাড়া আর কেউই ব্যাট হাতে রানের দেখা পাননি। তাতেই ৪১.২ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৯.২ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কিউই পেসার বেন শিয়ার্স।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুটা ভালো করতে পারেনি। ১৩২ রানেই হারায় ৫ উইকেট। এরপর মোহাম্মদ আব্বাসের ৪১ ও মিটেল হে এর অপরাজিত ৯৯ রানে ২৯২ রানে বড় পুঁজি পায় ব্রেসওয়েলের দল।

এই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ব্যর্থতার জালে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান দল। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজে হারল রিজওয়ানের দল।

খেলার দুনিয়া | ফলো করুন :