আমিরের কাছে বাবরের চেয়ে রোহিতকে আউট করা সহজ!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪১ পিএম | ০২ এপ্রিল, ২০২৫

আধুনিক ক্রিকেটের দুই সেরা ক্রিকেটার ভারতের রোহিত শর্মা ও পাকিস্তানের বাবর আজম। বাবর দাঁড়িয়ে আছেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের মাঝপথে আর রোহিত একদমই শেষে দিকে। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে ভুগছেন দুই ব্যাটারই। ভারত-পাকিস্তানের দলীয় প্রতিযোগিতার বাইরেও ক্রিকেটারদের মাঝেও হয় তুলনা। এবার তাতে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল সরফরাজ খানের দল। সে ম্যাচে ভারতের সেরা তিন ব্যাটার রোহিত শর্মা, শেখর ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট নিয়ে ম্যাচের মোড় প্রথমেই ঘুরিয়ে দিয়েছিলেন আমির। রোহিতকে আউট করা সহজ নাকি বাবরকে, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রোহিতের নামটাই নিলেন পাকিস্তানের এই পেসার।

আমিরের উত্তরটা অবশ্য যথেষ্ট কৌশলী ছিল। কাকে আউট করা সহজ প্রশ্নের জবাবে আমির বলেন, ‘অবশ্যই রোহিত শর্মাকে। কারণ সে সব সময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে এবং তাকে আউট করার জন্য বোলারদের সুযোগ দেয়।’

আমিরের এমন উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। উপর থেকে মনে হতে পারে যে আমির বাবরের পক্ষেই কথা বলেছেন। তবে ক্রিকেটে অতিরিক্ত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার কারণে সমালোচিত বাবরকে এক প্রকার খোঁচাও দিয়েছেন সাবেক এই পেসার।

খেলার দুনিয়া | ফলো করুন :