ধোনি থাকলে আইপিএলে ব্র্যান্ড ভ্যালু বাড়ে
বয়সের ভারে আগের মতোন সাবলীলভাবে খেলতে পারেন না ভারতীয় কিংবদন্তী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মন দিলেও এই তারকা ক্রিকেটার এখন আদতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটাই (আইপিএল) খেলেন। তবে সেখানে ঝিমিয়ে আসছেন এমএস ধোনি। কিন্তু এখনও বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া এই আসরে তার থাকাটা আইপিএলের ব্র্যার্ড ভ্যালু বাড়ায় বলে মন্তব্য করেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল।
চলতি আইপিএলে নিচের দিকে ব্যাটিংয়ে নামা নিয়েেআলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ধোনি। তারওপর চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিংয়ের মন্তব্য সে আলোচনায় ঘি ঢালে। সেবার তিনি বলেছিলেন,‘ধোনি নিজের শরীর ভালোভাবে বোঝে। ওর হাঁটু আর আগের মতো নেই। ওকে হয়তো দেখলে বোঝা যাবে না, কিন্তু ওকে হাঁটুর খেয়াল রাখতে হয়। ১০ ওভার ব্যাট করার ক্ষমতা ধোনির নেই।’ তার এ মন্তব্যের পর অনেকেই দাবি তুলেছেন তাগলে কি ব্যাক্তি ধোনির কারণে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি? তবে সেখানে কিছুটা দ্বিমত করেছেন গেইল।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা এই ব্যাটারের মতে,‘ধোনি আইপিএলকে যা দিয়েছে, অন্য কারও সঙ্গে তার তুলনা হওয়া উচিত নয়। আইপিএলে ধোনির উপস্থিতি অনেক বাড়তি কিছু যোগ করে। ধোনিকে যদি যত বেশি সম্ভব দেখতে চান, ওকে চাপে ফেলা বাদ দিন। এটা করলে ওর মতো একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ এবং ক্রিকেটারকে ভুল বার্তা দেওয়া হতে পারে।’
এ সময় তিনি আরো বলেন,‘ সে ৩ নম্বরে নামুক বা ১১ নম্বরে, তাতে কিছু যায় আসে না। লোকে তাকে একটা ঝলক দেখতে চায়। চেন্নাইয়ের হয়ে, আইপিএলে।’ ওর মতো একজন কিংবদন্তিকে এই বার্তা দেওয়া ঠিক হবে না, কারণ সে আইপিএলকে এত কিছু দিয়েছে।’