বুমরাহর মাঠে ফেরার অপেক্ষা ফের বাড়ছে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৪৩ পিএম | ০২ এপ্রিল, ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়েন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল ভারত। তবে সম্ভব হয়নি। চোট থেকে সেরে না ওঠায় খেলতে পারেননি সেই টুর্নামেন্ট। এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলার অপেক্ষা ক্রমেই বেড়ে চলেছে টেস্ট ক্রিকেটে বর্তমান সেরা এই পেসারের।

প্রত্যাশা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামতে পারবেন বুমরাহ। তবে তা আর সম্ভব হচ্ছে না। তার মাঠে ফিরতে এখনো দেরি হবে। দলের সঙ্গেই যোগ দেননি তিনি। আপাতত আছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। পিঠের চোট কমে গেলেও তাকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চিকিৎসকরা জানিয়েছেন বুমরাহের চোট যতটা গুরুতর ভাবা হয়েছিল তার থেকেও বেশি গুরুতর। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘বুমরাহের চোট একটু বেশিই গুরুতর। তাই মেডিকেল দল ওকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না। তাড়াহুড়ো করলে পরে আবার চোট লাগতে পারে। বুমরাহ কবে ফিরবে তার কোনও নির্দিষ্ট তারিখ জানি না। তবে মনে হচ্ছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহের আগে ও ফিরতে পারবে না।


অস্ট্রেলিয়া সফরের পঞ্চম ও শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। তার পর থেকেই আছেন মাঠের বাইরে। সে সিরিজে ভারত হারলেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই পেসার। আইপিএলে তার দল মুম্বাই ৩ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি।

খেলার দুনিয়া | ফলো করুন :