টিুটর মেয়াদ বাড়াল বাফুফে
আগেই নারী ও পুরুষ দলের প্রধান কোচদের মেয়াদ বাড়িয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই ধারাবাহিকতায় এবার টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর মেয়াদও বাড়িয়েছে সংস্থাটি। ফলে চলতি বছরের জুন পর্যন্ত বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদে বহাল থাকবেন টিটু।
আধুনিক ফুটবলে টেকনিক্যাল ডিরেক্টর অনেক গুরুত্বপূর্ণ পদ। দেশের ফুটবলের কৌশল, রুপরেখা ও নীতি-নির্ধারণ টেকনিক্যাল ডিরেক্টরই করে থাকেন। পাঁচ-দশ বছর পর দেশের ফুটবল কোথায় থাকবে এসব বিষয় নিয়ে কাজ করেন তারা। আর এসব বিষয়কে মাথায় রেখে গেল বছরের ১ এপ্রিল এক বছরের জন্য টিটুকে নিয়োগ দিয়েছিল বাফুফে। সে অনুযায়ী চলতি বছরের মার্চ ৩১ তারিখে মেয়াদ শেষ হওয়ার কথা টিুটর।
এ বিষয়ে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে বলেন, 'টেকনিক্যাল কমিটির সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সভাপতির অনুমোদনক্রমে টেকনিক্যাল ডিরেক্টরের তিন মাসের জন্য চুক্তি বেড়েছে।'
এ সময় তিনি আরো বলেন,‘ আমরা নতুন কমিটি আরো পর্যবেক্ষণ করব এজন্যই মূলত তিন মাস। টেকনিক্যাল ডিরেক্টর ফুটবল ফেডারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। ফুটবল উন্নয়নের জন্য আমরা এই পদে বিদেশি নিয়েও আমরা ভাবছি।'
উল্লেখ্য বাংলাদেশে টেকনিক্যাল ডিরেক্টর পদের যাত্রা শুরু হয় ২০০৯ সালে কিংবদন্তী গোলরক্ষক সাবেক জাতীয় অধিনায়ক গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরি সান্টুর মাধমে। কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর সান্টুকে এই পদে বসান। সেখানে বছর দেড়েক কাজের পর তিনি আমেরিকায় ফিরে গেলে বায়েজিদ জোবায়ের আলম নিপু তার স্থলাষিভিক্ত হন। এরপর থেকে ২০১৬-২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রায় ৬ বছর বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ছিলৈন বৃটিশ পল স্মলি।