টি-টোয়েন্টিতে সেরা ত্রিশে নেই কোনো বাংলাদেশি ব্যাটার
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্ট বাদে আর কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ৪-১ এর বিশাল ব্যবধানে সিরিজ হারে সালমান আগার দল। সে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা কিউই পেসার জ্যাকব ডাফি উঠে এসেছেন টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে সবার উপরে।
টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত মোট ২৩ ম্যাচ খেলেছেন ডাফি। নিয়েছেন ৩২ উইকেট। তবে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। ৫ ম্যাচ সিরিজে নিয়েছেন ১৩ উইকেট। আর তাতেই কিউই এই পেসার এখন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার।
গত সপ্তাহে প্রথমবারের মতো ডাফি জায়গা করে নিয়েছিলেন শীর্ষ পাঁচে। সেরা পাঁচের মধ্যে একমাত্র পেসার ছিলেন তিনি। আজ ( বৃধবার) আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে চার স্পিনার আকিল হোসেন, বরুণ চক্রবর্তী, আদিল রশিদ ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে কিউই এই পেসার উঠে এসেছেন চূড়ায়।
এদিকে বাংলাদেশের বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুজনই এক ধাপ করে এগিয়ে আছেন যথাক্রমে ১৫ ও ১৯ নম্বরে। মেহেদী হাসান যথারীতি ১৩ নম্বরে আছেন। তবে ব্যাটিংয়ে শীর্ষ ত্রিশে বাংলাদেশের কেউ নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন তাওহিদ হৃদয়। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও সেরা ত্রিশে নেই কোনো বাংলাদেশি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে।