মুম্বাই ছেড়ে গোয়ায় ভিড়লেন যশস্বী জসওয়াল
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ারি লিগের ১৮তম আসর। সেখানে ব্যাট হাতে রান পেতে বেশ লড়াই করছেন ভারতীয় দলের ওপেনার জশস্বী জয়সওয়াল। এরই মাঝে আবার দল পরিবর্তন করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলা এই ওপেনার ব্যাটার গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
আইপিএল চলার মাঝেই তার দল পরিবর্তনের সিদ্ধান্ত ভক্তদের বেশ অবাক করেছে। এ বিষয়ে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের (এমসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের কাছে এনওসি চেয়েছে যশস্বী। কেন গোয়ায় যাচ্ছে, সে সম্পর্কে কিছুই জানাতে চায়নি। নিশ্চয়ই ও কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল। আমরা সেই আবেদন মেনে নিয়েছি।’
এমসিএকে দেওয়া আবেদনপত্রে যশস্বী লিখেছেন,‘আমি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি এবংেএমসিএ কতৃক প্রদানকৃত সুযোগ থেকে অনেক উপকৃত হয়েছি। তবে, আমার ক্যারিয়ারের আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে বিবেচনা করার পর, আমি গোয়ার খেলতে মনস্থির করেছি এবং আমার ঘরোয়া ক্রিকেট যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
যশস্বীকে দলে ভেড়ানোর বিষয়ে গোয়া ক্রিকেট সংস্থার প্রধান শাম্ব দেসাই বলেছেন,‘ আমাদের হয়ে খেলতে চায়। আমরা স্বাগত জানাচ্ছি। পরের মৌসুম থেকেই ও খেলবে। যশস্বী কি অধিনায়ক হবেন?এমন প্রশ্নে জবাবে তিনি বলেন,‘সেটা হতেই পারে। ও ভারতীয় দলের হয়ে খেলে। তাই অধিনায়ক হতে বাধা নেই। আমরা চেষ্টা করব ওকেই অধিনায়ক করার। তবে তাকে কয়টা ম্যাচে পাওয়া যাবে সেটা আগে দেখে নিই। এখনও সে ব্যাপারে কথা হয়নি।’
ছোটোবেলা থেকে মুম্বাইয়ে বেড়ে যশস্বী ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ক্রিকেটে দলটির হয়ে ৩৬টি ম্যাচে ৩৭১২ রান করেছেন ।