মুম্বাইকে ষষ্ঠ শিরোপা জেতাতে চান রোহিত
মুম্বাই ইন্ডিয়ান্স নামটা নিলেই প্রথমে মনে আসে রোহিত শর্মার কথা। রোহিতকে ছাড়া মুম্বাই দলের কথা ভাবাই যায় না। তার অধিনায়কত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি। তবে এখন আর মুম্বাইয়ের অধিনায়ক নন তিনি। গত আসর থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিতের স্বপ্ন থেমে নেই। মুম্বাইকে আরও একটি শিরোপা জেতাতে চান সর্বকালের অন্যতম সেরা এই ওপেনার।
এবারের আসরে প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু করেছে পান্ডিয়ার দল। তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পেয়েছে জয়ের দেখা। কলকাতার বিপক্ষে ম্যাচ জয়ের পরে দলকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন রোহিত। জানিয়েছেন আরও একটি ট্রফি জিতে মুম্বাইয়ের পুরোনো গৌরব ফিরিয়ে দিতে চান তিনি।
রোহিত বলেন, ‘ট্রফি জেতা সহজ নয়। আইপিএল জিততে প্রচুর পরিশ্রম করতে হয়। অনেকগুলো বিষয় সেই দলের পক্ষে যেতে হয়। এটাই এই প্রতিযোগিতার বড় চ্যালেঞ্জ। ১৭টা ম্যাচ জেতার লক্ষ্য থাকে। ছ’মাসে হয়তো এতগুলো ম্যাচ জেতা সম্ভব, কিন্তু আইপিএল হয় মাত্র দু’মাসে। তবে আশা করি এবারের মৌসুমটা ভালো যাবে। মুম্বাইকে পুরনো গৌরব ফিরিয়ে দিতে চাই।’
রোহিত আরও বলেন, ‘যে সময় আমি মুম্বাইয়ে এসেছিলাম, সেখান থেকে অনেক কিছুই বদলে গিয়েছে। এক সময় আমি অধিনায়ক ছিলাম, এখন নই। কাজটা বদলে গিয়েছে, কিন্তু চিন্তাধারা একই আছে। আমি দলের হয়ে যেটা করতে চাইতাম, সেটা বদলায়নি। আমাদের দল চায় মাঠে নেমে ম্যাচ জিততে, ট্রফি জিততে।’
আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না রোহিত। তিন ম্যাচে মাত্র ২১ রান করেছেন।