বিশ্বকাপ বাছাইয়ে নারী ক্রিকেট দলের সঙ্গী জুঁই
নারী বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে আগামীকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে দলের সঙ্গে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্ট্রেনথ এন্ড কন্ডিশনিং কোচ ও সাবেক অলিম্পিয়ান ফৌজিয়া হুদা জুঁই।
২১ মার্চ থেকে নারী ক্রিকেট দলের কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পান জুঁই। ছয় মাসের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি। বিকেএসপির সাবেক শিক্ষার্থী অ্যাথলেট হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আছে তার।
২০০৪ সালে পাকিস্তানের ইসলাবাদ এসএ গেমসে অংশ নেওয়া জুঁই এই সফর নিয়ে বলেন, 'এত দিন ব্যক্তিগত ইভেন্টে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করেছি। এবারই প্রথম দলীয় কোনো ডিসিপ্লিনের সঙ্গে যাচ্ছি। যা আসলেই ভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ।'
নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ কাজ করেছেন মাত্র দশদিন। এই সময়ে নিজের অভিজ্ঞতা নিয়ে জুঁই বলেন, 'এই অল্প সময়ের মধ্যে আমার লক্ষ্য ছিল মেয়েদের ফিটনেস যে পর্যায়ে রয়েছে সেটাই বজায় রাখা। মেয়েরা অত্যন্ত পরিশ্রমী এবং শিখতে খুবই আগ্রহী। বিসিবির নারী উইংয়ের কাছে আমি দেড় মাসের একটি ফিটনেস ক্যাম্পের অনুরোধ জানিয়েছি। সেটা করতে পারলে তখন ফিটনেস নিয়ে আরো গভীর এবং বিশেষায়িত পর্যায়ে কাজ করা যাবে।'
অন্য ডিসিপ্লিন থেকে আসলেও নারী ক্রিকেট দলের খেলেয়ারদের কাছ থেকে যথেষ্ট সম্মান পাচ্ছেন বলে জানিয়েছেন জুঁই। তিনি বলেন, 'অনেক মেয়েই রয়েছে বিকেএসপির। কেউ আমাকে শিক্ষক আবার কেউ সিনিয়র বোন হিসেবে পেয়েছে। আবার বিকেএসপির বাইরেও যারা এই দলে আছে তারাও আমাকে যথেষ্ট সম্মান-মর্যাদা প্রদর্শন করছে।'