১০ বলে সর্বোচ্চ রানের রেকর্ড!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৪৬ পিএম | ০২ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত ১০ বার ১২ নম্বর পজিশনের ব্যাটারকে ব্যাট করতে দেখা গেছে। যদিও এই নিয়মটি চালু হয়েছে ২০১৯ সাল থেকে। এই ১০ বার মাঠে নামা ব্যাটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন আফগানিস্তানের জহির খান।

২০২৩ সালের মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বরে ব্যাট করতে নেমে জহির করেছিলেন ৪ রান। তবে তার রেকর্ড আজ নিজের করে নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার সুফিয়ান মুকিম। মুকিম করেছেন ১৩ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হেরেছে পাকিস্তান। এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দলের। হারিস রউফ আঘাত পেয়ে উঠে গেলে তার জায়গায় মাঠে নামেন নাসিম শাহ। তাই স্বাভাবিকভাবেই ১২ তম ব্যাটার হয়ে যান মুকিম। আর ব্যাট করতে নেমেই গড়ে ফেলেছেন রেকর্ড। করেছেন ১০ বলে ১৩ রান। যা ক্রিকেট ইতিহাসে ১২ নম্বর ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ।

ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। আর এ কারণেই ১১ নম্বর থেকে ব্যাটিংক্রমের ১২ নম্বরে চলে যান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। সে ম্যাচে শূন্য রানে অপরাজিত থাকেন তিনি। গ্যাব্রিয়েলের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে নামা পরের পাঁচ ব্যাটসম্যানও কোনো রান করতে পারেননি। ১২ নম্বরে নেমে রান পাওয়া প্রথম খেলোয়াড়ের নাম ফজলহক ফারুকি।

খেলার দুনিয়া | ফলো করুন :