অ্যাতলেটিকোতে হারিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সা
কোপা দেল রে’র প্রথম সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। এবার ফাইনালে তাদের সঙ্গী হলো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। অপর সেমির দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। আর তাতেই ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ বার্সা-রিয়াল আবারও মুখোমুখি হবে কোপা দেল রে’র ফাইনালে।
বার্সেলোনার ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগ ৪-৪ গোলে ড্র হয়েছিল। তাই এ ম্যাচে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল অ্যাতলেটিকো। তবে ঘরের মাঠে বার্সেলোনাকে হারাতে পারেনি ডিয়াগো সিমিওনের দল। ম্যাচের ২৭ মিনিটেই ফেরান তোরেসের করা গোল ফাইনালের টিকিট এনে দেয় রাফিনহাদের। ফলে ২০১৩-১৪ মৌসুমের পর আবারও কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সা-রিয়াল মাদ্রিদ।
গতকাল (বুধবার) ফাইনালে ওঠার লক্ষ্যে ঘরের মাঠ মেট্রোপলিটন স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দিতে নামে অ্যাতলেটিকো। তবে ঘরের মাঠে যে আধিপত্য দেখানোর প্রত্যাশা ছিল তা দেখাতে পারেনি জুলিয়ান আলভারেজ- ডি পলরা। কাতালানদের গোলমুখে নেওয়া ১৫ শটের বিপরীতে মাত্র ৬ টি শট নিতে পারে অ্যাতলেটিকো। এর মধ্যে আবার একটাও গোলবারে রাখতে পারেনি তারা। বল দখলেও এগিয়ে ছিল ফ্লিকের দল।
ম্যাচের প্রথম সুযোগটি পায় বার্সেলোনা। তাতেই বাজিমাত কাতালানদের। ম্যাচের ২৭ তম মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাসের দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান তোরেস।তোরেস প্রথম স্পর্শেই আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া অ্যাতলেটিকো সহজ সুযোগ মিস করেছে কয়েকবার। ম্যাচের ৬৯তম মিনিটে বল জালেও জড়ান দলটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলোথ। তবে অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। আর তাতেই চ্যাম্পিয়ন্স লীগের পর কোপা দেল রে থেকেও ছিটকে গেল সিমিওনের দল।
এই জয়ে ট্রেবল জেতার লক্ষ্যে এখনো টিকে থাকলো ফ্লিকের দল। ১৯ তম বারের মত কোপা দেল রেতে হবে বার্সা-রিয়াল লড়াই। আগের ১৮টি ক্লাসিকো ফাইনালের মধ্যে ১১বার জিতেছে রিয়াল। তবে এই মৌসুমে দুই ম্যাচেই বার্সার কাছেই পাত্তা পায়নি কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত অক্টোবরে লা লিগায় বার্সেলোনা জিতেছে ৪–০ গোলে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গত জানুয়ারিতে জিতেছে ৫–২ গোলের ব্যবধানে।