বিশ্বকাপ বাছাইয়ে দলের লক্ষ্য জানালেন বাংলাদেশ কোচ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৪৭ এএম | ০৩ এপ্রিল, ২০২৫

আগামী ৫ এপ্রিল থেকে পাকিস্তানের লাহোরে শুরু হচ্ছে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। আজ ( বৃহস্পতিবার) নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশে নারী ক্রিকেট দল। গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন নিজের লক্ষ্যের কথা।

আজ দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। যেখানে দলের পরিকল্পনা নিয়ে ইমরান জানান পাকিস্তানের মাটিতে সবকয়টি ম্যাচই জিততে চায় বাংলাদেশ দল।

পাকিস্তানের ব্যাটিং উপযোগী উইকেটে বোলারদের ভালো করা প্রসঙ্গে ইমরান বলেন, ‘ব্যাটিং উইকেটে কিভাবে বোলিং করতে হবে, বোলিং উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে এসব নিয়ে আমরা অনুশীলন করেছি। এখানে ২৫০ রান প্লাস উইকেট হবে। আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে।’

বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই জেতার সামর্থ্য আছে বলে মনে করেন ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

৬ দলের এই বাছাইপর্ব থেকে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নামবে জ্যোতির দল। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। 

খেলার দুনিয়া | ফলো করুন :