কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে হার মেসির ইন্টার মায়ামির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৮ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫

মৌসুম শুরু হওয়ার পর থেকে ৯ ম্যাচে এখনো হারের মুখ দেখেনি ইন্টার মায়ামি। তবে অবশেষে জয়ের রথ থেমে গেল লিওনেল মেসিদের। লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের বিপক্ষে এর আগে তিনবারের দেখায় দুইটাতেই হেরেছে ইন্টার মায়ামি। আজ লড়াই ছিল সমতায় ফেরার। প্রতিপক্ষকে হারাতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল তারা। তবে কাজ হয়নি। মেসিদের ১-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলস।

আজ ( বৃহস্পতিবার) কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে মেসিদের আতিথ্য দেয় লস অ্যাঞ্জেলস। ঘরের মাঠে শুরু থেকেই নিজেদের আধিপত্য ধরে রাখে ক্লাবটি। ম্যাচের ৫৭ মিনিটে আমেরিকান ফুটবলার নাথান অরদাজের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আর তাতেই সেমির লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়লো মেসি-লুইস সুয়ারেজরা।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান অরদাজ। ডি বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত শট জালে জড়ান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর বারবার আক্রমন করেও গোলের দেখা পায়নি কোনো দল। আর তাতেই মৌসুমের প্রথম হারটা দেখতে হলো মায়ামিকে। মেসিদের খেলা দেখতে এদিন ২২ হাজার দর্শকদের মাঝে ছিলেন মেসির জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও।

অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার ফ্রি-কিক একটুর জন্য বারের উপর দিয়ে চলে যায়। আর তাতেই হার নিশ্চিত হয় মায়ামির। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। যেখানে লস অ্যাঞ্জেলস জয় কিংবা ড্র করলেই বাদ পড়বে মেসির দল ইন্টার মায়ামি।

খেলার দুনিয়া | ফলো করুন :