মুম্বাই দলের মালিক শচীন কন্যা সারা !

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৩৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫

ক্রিকেটের সঙ্গে সারা টেন্ডুলকারের পরিচয়টা নতুন নয়। যার বাবা শচীন টেন্ডুলকার, ক্রিকেটের সঙ্গে তার ছোটবেলা থেকেই সম্পর্ক থাকবে এমনটাই স্বাভাবিক। তবে এবার আর দর্শক হয়ে নয়, সরাসরিই ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন শচীন কন্যা। কিনেছেন মুম্বাই দল !

তবে সারা যে টুর্নামেন্টের জন্য দল কিনেছেন সেটা অবশ্য মাঠের কোনো খেলা নয়। মোবাইল গেম রিয়েল ক্রিকেটের টুর্নামেন্ট  ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগের’ জন্য মুম্বাই দলের মালিকানা কিনেছেন তিনি। এর আগে দুইবার আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট।

ক্রিকেট সারার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নতুন করে নতুন ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সে। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভাল দল তৈরি করার চেষ্টা করব।’

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই গেমের। এখনো পর্যন্ত এই গেম ডাউনলোড হয়েছে ৩০ কোটি বার। টুর্নামেন্টের প্রথম সিজনে ২ লক্ষ প্লেয়ার রেজিস্টার করেছিল। তার পরের সিজনে সে সংখ্যাটা ছাড়িয়েছে ৯ লক্ষ। এবারের সিজনে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

খেলার দুনিয়া | ফলো করুন :