দুই সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড তনুশ্রীর
পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে নারী ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার তনুশ্রী সরকার। তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতে ৩ উইকেট তুলে নেন তিনি। অবশ্য এবারই নয় এর আগেও গত বছরের ডিসেম্বরের আলোচনায় এসেছিলেন এই অলরাউন্ডার। সেবার নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করা দল হরিয়ানার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
নারী ক্রিকেটের ইতিহাসে বিরল এই রেকর্ডটি তনুশ্রী করেছেন ভারতের লাল বলের ঘরোয়া আসর চ্যালেঞ্জার ট্রফিতে। সেখানে সি দলের হয়ে খেলা তনুশ্রী দুই ইনিংসে অপরাজিত থেকে করেছেন ১৫৩ ও ১০২ রান। নারী ক্রিকেটের ইতিহাসে বিরল রেকর্ড গড়লেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নি তার।
চ্যালেঞ্জাার ট্রফিতে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে দেড়শো রানের ইনিংস খেলার পথে ভারত জাতীয় দলের দুই ক্রিকেটার শেফালি ভার্মা (৪০) ও জেমিমা রদ্রিগেজের (৭১) সঙ্গে জুটি বেধেছিলেন তনুশ্রী। তবে তিনি বাদে বাকিরা আউট হয়ে গেলে ৩১৩ রানেই থামে ‘সি’ দলের প্রথম ইনিংস। বিপরীতে প্রতিপক্ষ ‘এ’ দল ৩০৫ রানে অলআউট হয়ে যায়। ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ‘সি’ দল ২ উইকেটে ২১১ রান করতেই ম্যাচটি ড্র হয়ে যায়।
এখনও জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সাধারনত নারী ক্রিকেটের পরাশক্তি কয়েকটি দেশ বাদে বাকিদের টেস্ট ম্যাচও তেমন হয় না। এখন পর্যন্ত মেয়েদের টেস্ট হয়েছে কেবল ১৪৯টি।