বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্বে জেসি-মুকুল

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৪৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫

চলতি বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ। সেই আসরেকে সামনে রেখে পাকিস্তানে লাহোরে ৯-১৯ এপ্রিল বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আর সেখানের দায়িত্বে থাকা আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বিদেশিদের পাশাপাশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল।

আইসিসি ঘোষিত এই প্যানেলে ১০ জন আম্পায়ার এবং তিনজন ম্যাচ রেফারি থাকবেন, যেখানে পাকিস্তানকে আম্পায়ারিং প্যানেলে প্রতিনিধিত্ব করবেন ফয়সাল খান আফ্রিদি এবং সালিমা ইমতিয়াজ। গত বছর সালিমা পাকিস্তান থেকে প্রথম নারী হিসেবে আইসিসি আম্পায়ার প্যানেলে যোগ দিয়েছিলেন ।

সেখানে বাংলাদেশের প্যানেলে দুইজন আম্পায়ার আছেন । তারা হলেন মাসুদুর রহমান মুকুল এবং শাথিরা জাকির জেসি। অন্যদিকে জিম্বাবুয়ের সারা ডাম্বানেভানা ডোনোভান কচ, বাবস জকুমা, ক্যান্ডেস লা বোর্ড, ডেডুনু ডে সিলভা এবং শন হেইগের সঙ্গে প্যানেলে থাকবেন।

আর আলি নকভি, শান্দ্রে ফ্রিটজ এবং ট্রুডি অ্যান্ডারসন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসিসি সিনিয়র ম্যানেজার শন ইজি বিশ্বাস করেন যে এই টুর্নামেন্টটি পুরো প্যানেলকে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করবে। ইজি জানান,‘এটি আমাদের নিয়োগকৃত ম্যাচ কর্মকর্তাদের জন্য একটি চমৎকার সুযোগ। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি তদারকি করার জন্য, যা বিশ্বকাপের পথে দলের জন্য শেষ পদক্ষেপ। আমাদের কর্মকর্তারা অভিজ্ঞ এবং ভালোভাবে প্রস্তুত, এবং আমরা আশা করছি যে তারা এই ইভেন্টে অংশগ্রহণ করবে।’

ম্যাচ রেফারি: আলি নকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

আম্পায়ার: বাবস জকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ডেডুনু ডে সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারা ডাম্বানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড)।

 

 

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :