পিসিবি চেয়ারম্যানকে পদত্যাগ করতে বললেন আকমল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৫৩ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। তার দায়িত্ব গ্রহণের পর ক্রিকেটে উন্নতি করতে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার আগেই ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। তখন থেকেই পাকিস্তান দলকে নিয়ে শুরু হয় কড়া সমালোচনা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নতুনভাবে সাজানোর চেষ্টা করা হয় পাকিস্তান দলকে। টি-টোয়েন্টি দল থেকে ছেটে ফেলা হয় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে তাতে লাভ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-০ তে পিছিয়ে আছে পাকিস্তান। এবার সমালোচকদের খাতায় যুক্ত হলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। তবে কোনো খেলোয়াড়কে নয়, আকমল সমালোচনা করলেন চেয়ারম্যান নাকভির।

কিউইদের বিপক্ষে সিরিজ হারের পর আকমল বলেন, ‘ এটা লজ্জাজনক। পিসিবি চেয়ারম্যানের চিন্তা করা উচিত যে, সে যদি দলের উন্নতি না করতে পারে তাহলে তার পদত্যাগ করা উচিত। তাকে বলবো, নিজের সম্মানটা নষ্ট করবেন না। আর সেটা যদি না করতে চান তাহলে দলের বর্তমান অবস্থার পরিবর্তন করেন।’

এছাড়া পাকিস্তানের বোলারদেরও কড়া সমালোচনা করেন আকমল। তিনি বলেন, ‘ পাকিস্তানের বোলাররা যদি সময় মতো ভালো পারফরম্যান্স না করতে পারে, তো কখন করবে? এশিয়াতে খেলার সময় তারা বলে বোলারদের জন্য কিছু নেই, কিন্তু যেখানে বোলারদের জন্য সুযোগ থাকে, তখন তারা কিছু করতে পারেনা। তারা কি চায় যে আমাদের বিপক্ষে অক্ষম ক্রিকেটাররা খেলুক?’

খেলার দুনিয়া | ফলো করুন :