পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই
শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথম ম্যাচে হারের পর পিচ নিয়ে আপত্তি তুলে বলিউড কিং শাহরুখ খানের দলটি। এরপর পিচ নিয়ে আপত্তিদ জানায় লখনৌ সুপার জায়ান্টসও (এলএসজি)। দুই দলের চরম আপত্তির মুখে সেই বিষয় নিয়ে সরব হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলের মাঝপথে এসে পিচ নিয়ে বিতর্ক তুলা নিয়ে বোর্ডের ভাষ্য,মৌসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভাল করে কথা বলে নেওয়া উচিত দলগুলির। মৌসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়। বোর্ডের এমন মন্তব্যকে আরো জোর দিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, এখনও পর্যন্ত প্রতিটা মাঠের পিচ ভালই লাগছে। দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মৌসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত। আইপিএল শুরু হওয়ার পরে এই ধরনের অভিযোগ ঠিক নয়।’
তিনি আরো বলেন,‘লখনৌর পিচের চরিত্র মন্থর। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, পিচের উপর ঘাস রাখতে হয়েছে। যাতে পুরো প্রতিযোগিতা জুড়ে পিচ ভাল থাকে। বাকি সব মাঠেও একই প্রক্রিয়ায় পিচ তৈরি হয়েছে। তা হলে অসুবিধা কোথায়?’
পিচ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পর নির্দেশনা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আইপিএলে কী ধরনের পিচ হবে তা নিয়ে কোনও দল বা ক্রিকেটার কিছু বলতে পারবেন না। ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখে পিচ তৈরি করবেন প্রস্তুতকারক।