আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর কুমার
আইপিএলে গতকাল প্রথম হারের মুখ দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই ম্যাচ জয়ের পর গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বেঙ্গালুরু। ম্যাচ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
তবে ভুবনেশ্বর যে এদিন কেবল ভালো বল করেছেন তা নয়, গড়েছেন এক রেকর্ডও। গুজরাট অধিনায়ক শুভমানে গিলের উইকেট তুলে নিয়ে ভারতীয় এই পেসার উঠে গেলেন এক নতুন উচ্চতায়। আইপিএলে পেসারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি।
এদিন আইপিএল ক্যারিয়ারে নিজের ১৮৩ তম উইকেট পেয়েছেন ভুবনেশ্বর। আর তাতেই পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ডোয়াইন ব্রাভোর রেকর্ডে ভাগ বসিয়েছেন ৩৫ বছর বয়সী এই পেসার। ব্রাভো ১৮৩ উইকেট নিয়েছিলেন ১৬১ ম্যাচে। আর ভারতীয় পেসারের লেগেছে ১৭৮ ম্যাচ।
ব্রাভো ও ভুবনেশ্বরের পর আইপিএলে উইকেট শিকারে পেসারদের মধ্যে এরপরই আছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কান কিংবদন্তি এই পেসার ১২২ ম্যাচে নিয়েছেন ১৭০ উইকেট। ১৬৫ উইকেট নিয়ে চারে যশপ্রীত বুমরা ও ১৪৪ উইকেট নিয়ে উমেশ যাদব আছেন পাঁচে।
পেসারদের মধ্যে সবার উপরে থাকলেও আইপিএলের সর্বাকালের সেরা উইকেট শিকারির তালিকায় তিনে আছেন ভুবনেশ্বর। উপরের দুজন হলেন পীযূষ চাওলা (১৯২) ও যুজবেন্দ্র চাহাল (২০৬)। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উইকেট সংখ্যাও ১৮৩।