মাঠে দেহরক্ষী রাখার সুযোগ হারাচ্ছেন মেসি
যখন মাঠে বল নিয়ে ছুটেন লিওনেল মেসি, তখন তার চলাফেরার উপর তীক্ষ্ণ নজর রাখেন মাঠের বাইরে থাকা একজন। মাঠে কোনো অনাকাঙ্খিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সবার আগে দৌড়ে গিয়ে ফুটবলের বরপুত্রকে বাচাঁতে ছুটে যান তিনি। বলছিলাম মেসির সাত বছরের পুরোনো দেহরক্ষী ইয়াসিন চেউকোর কথা। সম্প্রতি তাকে ম্যাচ চলাকালীন সময়ে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে না বলে জানিয়ে দিয়েছে মেজর লিগ সকার কতৃপক্ষ।
মেজর লিগ সকার কতৃপক্ষের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিজে জানিয়েছেন ইয়াসিন। তিনি জানান,‘তারা (আয়োজকেরা) আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি সাত বছর ইউরোপে ছিলাম। লিগ ওয়ান (ফ্রান্সের লিগ) এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেই সময় মাত্র ছ’জন মাঠে ঢুকতে পেরেছিল। আমেরিকায় আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই।’
ম্যাচ চলাকালীন মাঠে দর্শকদের অনুপ্রবেশ এড়াতে কঠোর হচ্ছে এমএলএস কতৃপক্ষ । যে কারণে তারা স্পষ্ট জানিয়েছে, মেসির নিরাপত্তার ব্যবস্থার তাদের নিজস্ব নিরাপত্তারক্ষীরাই করবে। এর জন্য আলাদা করে কোনও দেহরক্ষী রাখার দরকার নেই। যার ফলে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন আর মাঠে দায়িত্ব পালন করতে পারবে না।
অবশ্য এর আগেও মেসির সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়ে জড়িয়ে আলোচনায় এসছিলেন তিনি। সেবার ইউটিউবার-বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন চেউকো। লিওনেল মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিক বার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান। সেই আমন্ত্রণের কখনও কোনও জবাব দেননি এলএমটেন। তার পর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান চেউকোকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন চেউকো।