হামজার দেখানো পথে হাঁটলেন কাদের-মতিন
দেশের ক্রীড়ামোদীরা আগে শুধু ক্রিকেট নিয়ে মাতলেও গত কয়েক মাসে সেই পরিস্থিতির বদল হয়েছে বাংলাদেশে। ক্রিকেটে জাতীয় দলের আশানুরুপ পারফরম্যান্সের ঘাটতি ফুটবল নিয়ে আশা জাগিয়েছে ক্রীড়াপ্রেমিদের। আর সে পালে পুরোদমে হাওয়া লেগেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর আগমনে। এবার হামজার দেখানো পথে হাটলেন আরো দুই প্রবাসী ফুটবলার।
আগামী মে মাসে ভারতে মাটিতে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপ। আর সে আসরকে সামনে রেখে ৩৫ সদস্য বিশিষ্ট ক্যাম্প ঘোষণা করেছে বাফুফে। যেখানে আছেন দুই বাংলাদেশি প্রবাসী ফুটবলার আব্দুল কাদের ও এলমান মতিন। ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন এলমান মতিন। আর কাদের খেলেন ইতালির চতুর্থ স্তরের ক্লাবে। জানা গেছে বাংলাদেশ দলের সঙ্গে আজ প্রস্তুতি প্রাথমিক পর্ব সেরেছে তারা।
আজ বৃহস্পতিবার ধানমন্ডি ক্লাবে অনুশীলন শেষে কমলাপিুরে বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন এই দুই ফুটবলার। জানা গেছে তাদের টেকনিক্যাল জ্ঞান ভালো লেগেছে ফেডারেশনের কোচদের। ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়াই পাওয়ার কথা।
বিদেশে বড় হওয়া ও ফুটবল শেখা খেলোয়াড়দের বাঙলাদেশের জার্সিতে খেলাকে ইতিবাচকভাবে দেখছেন ক্রীড়া সংশ্লিষ্ঠ অনেকে। অবশ্য বাংলাদেশের হয়ে প্রথমবার বিদেশ থেকে খেলতে আসেন জামাল ভুইয়া। ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন তিনি। এরপর একে একে তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন। সেই তালিকা আরো লম্বা করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে পাইপলাইনে থাকা অনেকে প্রবাসী ফুটবলারের সঙ্গে আলোচনাও শুরু করেছে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফে।