কত টাকা করে পান আইপিএলের ধারাভাষ্যকাররা?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হিসেবে ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। চালু হওয়ার পর থেকে ক্রিকেট প্রেমিদের কাছে আলাদা এক উচ্চতায় পৌছেছে আইপিএলের উন্মাদনা। যে কারণে ক্রিকেটাঙ্গনের সবচেয়ে বড় বিনিয়োগও হয় এখানে। যে কারণে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা এই আসরে খেলতে মুখিয়ে থাকেন। পাশাপাশি মোটা অঙ্কের পারিশ্রমিকের জন্যও উন্মুখ হয়ে থাকেন ধারাভাষ্যকাররাও

ক্রিকেট বলুন বা ফুটবল, খেলোয়াড়রা মাঠ মাতালেও টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মাতান ধারাভাষ্যকাররা। যে কারণে বিশ্বের নামকরা সব ধারাভাষ্যকারদের নিয়ে আসে আইপিএল কর্তৃপক্ষ। তাছাড়া মোটা অঙ্কের পারিশ্রমিকের জন্য পেশাদার ধারাভাষ্যকাররাও অপেক্ষায় থাকেন আইপিএলে ডাক পাওয়ার। যেখানে আছেন ভারতের কিংবদন্তী খেলোয়াড় সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকররা।

আইপিএলে খেলোয়াড়দের বেতন নিয়ে প্রায়ই চর্চা হলেও ধারাভাষ্যকাররা কত টাকা করে পান সেটা অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। তবে এটা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি জানান,‘ প্রতি ম্যাচে ধারাভাষ্যকারদের বেতন আলাদা আলাদা হয়। জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন প্রায় ৩৫-৪০ হাজার টাকা করে পান। অপরদিকে, অভিজ্ঞ ধারাভাষ্যকাররা একদিন ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় ৬-১০ লাখ রুপি।’

তিনি আরো জানান, সাধারণত একজন ধারাভাষ্যকার ১০০দিনের মতো কমেন্ট্রি করে থাকেন। ফলে সেই হিসেব অনুযায়ী একজন ধারাভাষ্যকার এক মৌসুমে ধারাভাষ্য থেকে ৬-১০ কোটি রুপি আয় করেন।’ ভারতীয় গণমাধ্যমের ভাষ্যমতে, রবি শাস্ত্রী আইপিএলে ধারাভাষ্য দিয়ে পান প্রায় ১ কোটি ৬৭ লাখ রুপি। আর সুনীল গাভাস্কার আন্তর্জাতিক সিরিজের ধারাভাষ্যের জন্য পান প্রায় ৫৭ লাখ রুপি। এছাড়া আইপিএলের জন্য তিনি পান ২.৩৫ কোটি রুপি করে।

 

  

খেলার দুনিয়া | ফলো করুন :