পান্ডিয়াকে পেতে গ্রিন-আর্চারকে ছাড়ছে মুম্বাই

পান্ডিয়াকে পেতে গ্রিন-আর্চারকে ছাড়ছে মুম্বাই

আসছে ২০২৪ আইপিএলে হার্দিক পান্ডিয়াকে ফেরাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই বছর গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেওয়া পান্ডিয়াকে ফেরাতে ফ্র্যাঞ্চাইজিটিকে গুনতে হচ্ছে ১৫ কোটি রুপি। যার যোগান দিতেই দলটির দুই বিদেশি ক্রিকেটার ক্যামেরুন গ্রিন ও জোফরা আর্চারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ভারতীয় একাধিক গণমাধ্যম জানাচ্ছে এমন তথ্যই।

মূলত, ২০২২ মেগা নিলামে আট বছর সার্ভিস দেওয়া পান্ডিয়াকে ছেড়ে দেয় মুম্বাই। নতুন ঠিকানা গুজরাটে ফিরে দলকে সাফল্য এনে দেওয়ার ভার নেন পান্ডিয়া। প্রথম মৌসুমেই দলকে শিরোপা জেতান। দ্বিতীয় মৌসুমে দলকে নিয়ে যান শিরোপা মঞ্চে। আর এদিকে পান্ডিয়া দল ছাড়ার পর থেকেই আইপিএলে ব্যর্থ মৌসুম কাটছে মুম্বাইয়ের। আর সে কারণেই মূলত, ফের পান্ডিয়াকে মুম্বাইয়ে ফেরানোর কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি।

খবর অনুযায়ী, পান্ডিয়াকে ফেরাতে ১৫ কোটি রুপি গুজরাটকে দিতে হবে মুম্বাইকে। যদিও ট্রান্সফার ফি এখনো প্রকাশ করেনি গুজরাট। তবে বলা হচ্ছে ট্রান্সফার ফি-এর অর্ধেক পাবেন পান্ডিয়া। তবে সমস্যা হলো, গত নিলামের পর মুম্বাইয়ের হাতে কেবল ৫০ লাখ রুপি অবশিষ্ট রয়েছে।

নতুন মৌসুমের নিলামে আরও ৫ কোটি রুপি খরচ করতে পারবে মুম্বাই। তবে এরপরও ঘাটতি থেকে যায় দলটির। ফলে বাধ্য হয়ে ক্রিকেটারদের ছাড়তে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। আর সেই সিদ্ধান্ত জানাতে হবে আগামীকাল বিকেল ৪টার মধ্যে।

তবে বলা হচ্ছে সেটিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। গত মৌসুমে ব্যাটে বলে পারফর্ম করলেও অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ছেড়ে দেবে তারা। এই ক্রিকেটারকে দলে টানতে ১৭.৫ কোটি রুপি খরচ করেছিল তারা। এছাড়াও ৮ কোটি রুপির ইংলিশ পেসার জোফরা আর্চারকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। কেননা, সবশেষ মৌসুমে খুব একটা পারফর্ম করতে পারেননি তিনি। এছাড়া চোট সমস্যা তো থাকছেই।

সম্পর্কিত খবর