এসিসির দায়িত্ব নিলেন মহসিন নাকভী
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)ও প্রধান নির্বাচিত হলেন মহসিন নাকভী। এসিসির সদ্য সাবেক চেয়ারম্যান শ্রীলঙ্কার শামি সিলভা এর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। পাশাপাশি পাকিস্তানে স্বরাষ্টমন্ত্রণালয়ের দায়িত্বও আছে মহসিন নাকভীর ওপর। দেশটির স্বরাষ্টমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাদেশীয় এই ক্রিকেট সংস্থার সদস্যদের অনলাইন বৈঠকের মাধ্যমে এসিসি নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে। এই পদে নকভি দুই বছর দায়িত্ব পালন করবেন। এক বিজ্ঞপ্তিতে এসিসি জানিয়েছে,‘পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এই সংস্থার নেতৃত্বে থাকবে এবং এশিয়ায় ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে কাজ করবে।’
দায়িত্ব নেওয়ার পরে নাকভির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের আয়োজনকে। কেননা এশিয়া কাপের আয়োজক দেশ ছিল ভারত। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল বছর সেই আসরের সম্প্রচার স্বত্ত বিক্রির সময় এই সিদ্ধান্ত নিয়েছিল এসিসি।
যে কারণে এখন এসিসির চেয়ারম্যান হিসেবে এখন নাকভিকে সিদ্ধান্ত নিতে হবে কোন নিরপেক্ষ দেশটি ছয়টি দলের এশিয়া কাপ আয়োজন করবে। সেখানে অবশ্য ইউএই (সংযুক্ত আরব আমিরাত) বেশি প্রাধান্য পাচ্ছে, তবে শ্রীলঙ্কাও প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে।