আসরের মাঝপথে দেশে ফিরে গেলেন রাবাদা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩১ পিএম | ০৩ এপ্রিল, ২০২৫

আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নামা প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা। আসরের গুজরাটের হয়ে দুই ম্যাচে মাঠে নামা রাবাদা ২ টি উইকেট শিকার করেন। তার দেশে ফেরার খবর জানালেও ভারতে ফেরার ব্যাপারে কিছু জানায় নি দলটি।

আজ বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বলেছে,'গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা কিছু ব্যক্তিগত কারণে, আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড় আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন।' ঠিক কত দিনের জন্য তিনি গেছেন সেটা জানানো হয়নি। চলতি আসরে তাই তার ফেরার সম্ভাবনা থাকলেও কবে ফিরছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের ম্যাচে তিনি ৪১ রানে নেন একটি উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৪২ রানে পেয়েছেন এক উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি খেলেননি। ওই ম্যাচে টসের সময় গুজরাট অধিনায়ক শুবমান গিল বলেন, ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা।

 

খেলার দুনিয়া | ফলো করুন :