পিচ বদলাতেই বদলে গেল কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে ঘরের মাঠেউডেনে হার দিয়ে আসর শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেবার ম্যাচ হেরে হারের সব দোষ পিচের ওপর চাপিয়েছিলেন কেকেআর দলপতি অজিঙ্ক রাহানে। তার সেই অভিযোগ সত্যি প্রমাণিত হল গতকাল। পিচ বদলানোর পরে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে শাহরুখ খানের দলটি।
আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের হারের পর পিচ ইস্যুতে সরগরম ছিল ভারতয়ি ক্রিকেটাঙ্গন। এরপর আবার লখনৌ সুপার জায়ান্টাসও একই অভিযোগ করায় সেটাকে ভালোভাবে আমলে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় রাহানেদের মনমতো পিচ তৈরী করে কর্তৃপক্ষ। গতকাল টসের আগে পিচ দেখে বেশ খুশি হন কেকেআর অধিনায়ক। শুরুতে বোলিংয়ের ইচ্ছেও প্রকাশ করেন তিনি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ ওভারেই ২ উইকেট হারিয়ে ধাক্কা খেলেও শেষপর্যন্ত দলের হাল ধরেন অধিনায়ক রাহানে। এরপর একে একে বিধ্বংসী ব্যাটিং ধেখাতে শুরু করেন কলকাতার ব্যাটাররা। যেখানে অধিনায়ক রাহানের সঙ্গে জুটি বাঁধেন অঙ্গকৃশ রঘুবংশী। তাদের জুটিতে ওঠে ৮১ রান। রাহানের ব্যাট থেকে এল ২৭ বলে ৩৮ রানের ইনিংস। ১টি চার এবং ৪টি ছয় মারেন। ধারাবাহিক ভাবে রানের মধ্যে থাকা রঘুবংশী এ দিনও দলকে ভরসা দিলেন। তাঁর ৩২ বলে ৫০ রানের ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছক্কা। আর বাকি কাজ সামাল দেন দলের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আয়ার ও রিঙ্কু সিং। তাতে শেষপর্যন্ত ২০০ রানে থামে কেকেআর।
জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। পর পর সাজঘরে ফিরে যান ট্রেভিস হেড (৪), অভিষেক শর্মা (২) এবং ঈশান কিষান (২)। বৈভব অরোরা এবং হর্ষিত রানার আর রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ইডেনের মন্থর ২২ গজে সমস্যায় পড়েন হায়দরাবাদের ব্যাটাররা। তাতে ৮০ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কেকেআর।