‘আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৫১ এএম | ০৪ এপ্রিল, ২০২৫

প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের পর পিচ নিয়ে অভিযোগ তুলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তার অভিযোগের পর অনেকেই বিরুপ মন্তব্য করলেও শেষপর্যন্ত চোখে আঙ্গুল দিয়ে পিচের ত্রুটি দেখিয়ে দিয়েছে কেকেআর। পিচ বদলাতেই চিরচেনা ফর্মে ফিরে এল বলিউড কিং শাহরুখ খানের দলটি। পাশাপাশি আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও জয়ে ফিরে পাচঁ নম্বরে উঠে এসছে দলটি। দলের জয়ে সতীর্থদের অবদান স্মরণ করে প্রশংসা করলেন দলপতি রাহানেও।

গতকাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খানিকটা ধাক্কা খায় কেকেআর। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে তারা। তবে সেটাকে রুখে দিয়ে ভেঙ্কটেশের জড়ো ব্যাটিংয়ে ২০০ রানের পাহাড় দাঁড় করায় রানমেশিন খ্যাত হায়দ্রবাদের সামনে। তাতেও শঙ্কা ছিল জয় নিয়ে। তবে শেষপর্যন্ত জয় তুলে নেওয়ায় দারুণ খুশি অধিনায়ক অজিঙ্ক রাহানে।

ম্যাচ শেষে রাহানে বলেন,‘ এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বড় ব্যবধানে জয়টা গুরুত্বপূর্ণ। টস জিতলে আমরাও হয়তো আগে বোলিং করতাম। ইনিংসের শুরুতেই ২ উইকেট চলে যাওয়ার পর অন্তত ৬ ওভার পর্যন্ত ২২ গজে টিকে থাকার লক্ষ্য ছিল আমাদের।'

তিনি আরো বলেন,‘ আমরা ক্রিকেটীয় শট খেলার উপর গুরুত্ব দিয়েছিলাম। অযথা ঝুঁকি নিতে চাইনি ওই সময়। কারণ আমরা জানতাম, হাতে উইকেট থাকলে আমাদের পরের দিকের ব্যাটারেরা শেষ দিকে দ্রুত রান তুলে নিতে পারবে।’

দলের ব্যাটিংয়ে খুশি জানিয়ে তিনি বলেন,‘ দলের ব্যাটিংয়ে আমি খুশি। শেষ দুটো ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারিনি। তবে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ব্যাটিং তারই ফল।’

 

  

খেলার দুনিয়া | ফলো করুন :