জিম্বাবুয়ে সিরিজে লিটনের পরিবর্তে মাঠে নামবেন অঙ্কন?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৫১ এএম | ০৪ এপ্রিল, ২০২৫

গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট সিরিজে শেষমুহুর্তে দলে জায়গা পেয়েছিলেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। নাটকীয়ভাবে জাতীয় দলে ডাক পাওয়াটা মাহিদুল ভুলতে চাইবেন। কেননা সেই সিরিজে বেশকিছু ভুল করেছিলেন তিনি। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজকে সামনে রেখে আবারো আলোচনায় আসছে তার নাম। সেখানে তিনি নিজেই জানিয়েছেন আর্ন্তজাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত আছেন।

চট্টগ্রাম টেস্ট সিরিজে উইকেটকিপার ব্যাটার লিটন দাস শারীরিকভাবে অসুস্থ থাকায় তার বদলে জাকের আলীকে দলে রেখে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রথম টেস্টের পর কনকাশনের কারণে দল থেকে ছিটকে পড়লে জাতীয় ক্রিকেট লিগ খেলার সময় জাতীয় দলে ডাক পান মাহিদুল। সেবার প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেক হয় তার।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আবারো তার নাম আলোচনায় এসেছে। কারণ পাকিস্তান সুপার লিগ খেলার জন্য এই টেস্টের শুরুতে দলের বাইরে থাকবেন লিটন দাস। দচলের জায়গা পাওয়া নিয়ে আগেরবারের চেয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন মাহিদুল। তার মতে, এখন আগের চেয়ে বিষয়গুলো আরো ভালো করে বুঝি। আন্তের্জাতিক ক্রিকেটে আরো ভঅর বোঝাপড়া হয়েছে। সবমিলিয়ে দলের হয়ে খেলতে প্রস্তুত আছি।’

তিনি আরো বলেন,‘আমি কোনো অজুহাত দিতে চাই না কারণ ওই মুহূর্তে আমি খেলায় যুক্ত ছিলাম এবং সম্ভবত মনে মনে আমি ওটা নিয়ে চিন্তা করছিলাম। কিন্তু এখন আমি মনে করি যে আরেকটি সুযোগ পেতে পারি, তাই আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি তেমনভাবেই।’

 

 

    

খেলার দুনিয়া | ফলো করুন :