আইপিএলে যে রেকর্ডের মালিকা একা মেন্ডিস

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৩১ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

আইপিএলে গতকাল বৃহস্পতিবারের রাতটা সুখকর ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদের। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। দলের হারের দিনে অবশ্য অন্য একটি রেকর্ড গড়েছে হায়দ্রাবাদের হয়ে মাঠে নামা লঙ্কান পেসার কামিন্দু মেন্ডিস। প্রথম বোলার হিসেবে একই ওভারে হাতবদল করে দুই হাতে বল করেছেনে মেন্ডিস। আর সেখানেই পেয়েছেন উইকেটও।

সদ্য বিয়ে করায় একটু দেরিতেই আইপিএলে অভিষেক হল ২৬ বছর বয়সী লঙ্কান পেসারের। নিজের প্রথম ম্যাচেই করলেন বাজিমাত। হারার এই ম্যাচে মাত্র ১ ওভার বল করেছিলেন তিনি। আর সেখানেই চমক দেখালেন তিনি। কেকেআরের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে বোলিং লাইনে আসেন তিনি। ওই ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিটি করেন বাঁ হাতে এবং বাকি তিনটি ডেলিভারি ডান হাতে। চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন কলকাতার অংকুষ রঘুবংশী। আর তাতেই রেকর্ড গড়া হয়ে যায় মেন্ডিসের।।

আইপিএলের শুরু থেকে বর্তমান আসর পর্যন্ত এই প্রথমবার দুই হাতে বল করে উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। আইপিএলে এর আগে লিয়াম লিভিংস্টোনকে বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে অফ স্পিন ও ডানহাতির বিপক্ষে লেগ স্পিন করতে দেখা গেছে। কিন্তু সেটা এক হাতে বোলিং করে। কামিন্দুর মতো দুই হাতে বোলিং করে নয়।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দল থেকে উঠে আসা এ বোলার অল্প বয়সেই দুই হাতে বোলিং করে আলোচনায় উঠে আসেন। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দুই হাতে বোলিং করেছেন। আন্তর্জাতিক ম্যাচেও তাকে দুই হাতে বোলিং করতে দেখা গেছে।

এর আগে ২০০৯ সালে দুই হাতে বল করতে পারে এমন বোলার খুঁজে ছিল কেকেআর। যদিও ওই সময় এমন কাউকে পায়নি তারা।

খেলার দুনিয়া | ফলো করুন :