বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:০০ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

আগামী দুই বছর বাংলাদেশের জন্য হতে যাচ্ছে ক্রিকেটের এক ব্যস্ত সময়। চলতি মাসেই সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই ব্যস্ত সূচি, যা ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ দল খেলবে ১৬টি দ্বিপক্ষীয় সিরিজ, দুটি বড় আসর-এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বর্তমান ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ দল শুধু দুই মাস (২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারি) খেলাহীন থাকবে। বাকি সময় এক মাসের বেশি ফাঁকা সময় নেই। এই সময়ে ১৮টি টেস্ট, ৩২টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখে এগোতে চায়। বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে খেলানোর নীতিতে যেতে হবে বিসিবিকে। একই সঙ্গে, ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দলের খেলা বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে, যাতে জাতীয় দলে খেলোয়াড় সরবরাহ ঠিক রাখা যায়।

টানা ক্রিকেটের ফলে চোট-ঝুঁকি বাড়বে, তাই বিসিবি পরিকল্পিতভাবে খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায়। দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক রেখে তরুণ ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথাও ভাবছে বোর্ড।

আসন্ন ব্যস্ত সিরিজসমূহ-
মে ২০২৫: পাকিস্তান সফরে ৫ টি-টোয়েন্টির সিরিজ
জুলাই ২০২৫: পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ (৩ টি-টোয়েন্টি)
সেপ্টেম্বর ২০২৫: এশিয়া কাপ টি-টোয়েন্টি
ফেব্রুয়ারি-মার্চ ২০২৬: টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৭ সালের মার্চ পর্যন্ত: ১৬টি দ্বিপক্ষীয় সিরিজ, ১৮টি টেস্ট, ৩২টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি

খেলার দুনিয়া | ফলো করুন :