রাবাদার স্থলাভিষিক্ত হচ্ছেন মুস্তাফিজ?
চলছে আইপিএলে ১৮তম আসর। যেখানে আসরের মাঝপথে দলকে ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছেন পেসার কাগিসো রাবাদা। দলের বোলিং লাইনের গুরুত্বপূর্ণ এ সদস্যকে হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে গুজরাট টাইটান্স। রাবাদার ফেরায় আইপিএলে ডাক পাওয়ার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা। দলে তার জায়গা পূরণে কাকে ডাকতে পারে গুজরাট সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে রাবাদার বদলে দলে ডাক পাওয়ার তালিকায় সবার ওপরে আছেন আয়ারল্যান্ড পেসার জস লিটল। ২০২৩-২৪ মৌসুমে গুজরাটের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে কেবল এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং ৪ উইকেট শিকার করেছিলেন। এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের কাটারমাস্টার খ্যাত মুস্তাফিজ। নভেম্বরে হওয়া অকশনে চলতি আসরের জন্য নাম লেখালেও অবিক্রিত থেকে যান তিনি। অবশ্য আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলেছিলেন। ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। পাশাপাশি দলের আরেক পেসার উমেশ যাদবকে ডাকতে পারে গুজরাট। আইপিএলে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং এই ফরম্যাটে বেশ অভিজ্ঞতা রয়েছে তার। গত মৌসুমে তিনি দলটির হয়ে সাত ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।
এখন সবদিক বিবেচনা করে শেষপর্যন্ত কাকে ডাকে গুজরাট, সেটাই দেখার পালা। চলতি আসরে দলটির হয়ে দুই ম্যাচ খেলেছেন রাবাদা। যেখানে বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে ৮৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ টি উইকেট।