দ্বিতীয় বোলার হিসেবে যে রেকর্ড করলেন নারাইন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০৯ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সুনীল নারাইন। দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। বিশ্বের এমন কোনো ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট নেই যেখানে খেলেন নি। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে নারাইনের সম্পর্কটা একটু বেশিই। দলটির হয়ে জিতেছেন তিনটি শিরোপা।

গতকাল ( বৃহস্পতিবার) আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন ক্যারিবিয়ান স্পিনার। দলের জয়ের দিনে ৪ ওভারে ৩০ রান দিয়ে নারাইন নিয়েছেন এক উইকেট। আর তাতেই বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে এক রেকর্ড গড়েছেন কলকাতার এই স্পিনার। কলকাতার জার্সিতে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এর আগে ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া একমাত্র বোলার সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২০৮টি।

এক দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়ে চারে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

খেলার দুনিয়া | ফলো করুন :