৬৪ দেশের বিশ্বকাপে উয়েফা প্রধানের ‘না’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:২৭ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

গত ৬ মার্চ ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ বিশ্বের ৬৪ দলকে নিয়ে করার প্রস্তাব দিয়েছিল উরুগুয়ের প্রতিনিধি। ফিফা বিশ্বকাপের শততম আসর হওয়ায় সে সিদ্ধান্তে ইতিবাচকভাবে সাড়া দিয়েছিলেন আর্ন্তজাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। তবে সেই সিদ্ধান্তকে বাজে পরিকল্পনা বলেছেন উয়েফা প্রধান ও ফিফার সহ-সভাপতি আলেক্সন্দার সেফেরিন।

বেলগ্রেডে গতকাল বহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল উয়েফার সাধারন সভা। সেখানে সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সেফেরিন। আর সেখানেই আলোচনার একপর্যায়ে উঠে আসে ৬৪ দলের সমন্বয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের কথা। তিনি জানান, ‘আমি মনে করি এটা বাজে পরিকল্পনা। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর। এটা বিশ্বকাপের জন্য ভালো ধারণা নয়। এমনকি আমাদের বাছাইপর্বের জন্যও ভালো ধারণা নয় ‘

অবশ্য গত মাসে উত্থাপিত এই প্রস্তাবে সায় দিয়েছিলেন খোদ ফিফা সভাপতি। তার মতে প্রতিযোগিতার পরিধি বিস্তৃত হলে ফিফা আর্থিকভাবে বেশি লাভবান হবে। পাশাপাশি বিশ্বব্যাপী খেলার উন্নয়নেও দলের সংখ্যা বাড়ানো দরকার।

তবে এ ধরণের পরিকল্পনার ধারণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সেফেরিন। তিন জানান, এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব ওঠার আগে আমরা এ নিয়ে কিছুই জানতাম না। আমি জানি না, এটার উৎস কী।’

২০২৭ সালে যৌথভাবে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। যেটা নিয়ে বেশ বড় রকমের শঙ্কার কথা শোনা যাচ্ছে  ফুটবলাঙ্গনে। মুলত ইরান দল বিশ্বকাপের মুল আসরে খেলার সুযোগ পেলেও আঞ্চলিক রাজনীতির কারণে মার্কিন যুক্তরাষ্টে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন।

 

  

   

খেলার দুনিয়া | ফলো করুন :