ম্যাচের আগে বিতর্কে জড়ালেন রোহিত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

আইপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। তিন ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি। মুম্বাইয়ের চেয়ে খারাপ শুরু হয়েছে দলটির সাবেক অধিনায়ক রোহিত শর্মার। তিন ম্যাচেই রানের দেখা পাননি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ক। এর মধ্যেই জড়িয়েছেন নতুন বিতর্কে।

আইপিএলে মুম্বাইয়ের নামটা নিলেই মনে আসে রোহিত শর্মার কথা। তার অধিনায়কত্বে পাঁচবার শিরোপা জিতেছে দলটি। তবে আইপিএলের গত আসর থেকেই হারিয়েছেন অধিনায়কত্ব। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্ডিক পান্ডিয়া।

গত আসরেই রোহিত বলেছিলেন, ‘আমার কিছু যায়-আসে না, এটা আমার শেষ বছর।’ তবে এবছরও তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না রোহিত। খেলছেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে। তবে আজ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

লখনৌয়ের মেন্টর জহির খানের সঙ্গে রোহিতের কথোপকথন ভিডিও পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজই। সেই ভিডিও নিয়েই তৈরি হয়েছে সমালোচনা। যা দলের প্রতি রোহিতের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে রোহিতকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার যা করার ছিল করে দিয়েছি। সব সময় করেছি। এখন আর আমার কিছু করার প্রয়োজন নেই।’

নিজেদের চতুর্থ ম্যাচে আজ রাত ৮ টায় লখনৌয়ের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। তিন ম্যাচে ১ জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে পান্ডিয়ার দল। 

খেলার দুনিয়া | ফলো করুন :