দাম নয় খেলাটাই আসল : ভেঙ্কটেশ
পরপর দুই ম্যাচে ছন্নছাড়া ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আয়ার। যে কারণে অনেকেই তার রেকর্ড নিয়ে বিরুপ মন্তব্য করলেন। নভেম্বরে হওয়া নিলামে এবারের আইপিএলে রেকর্ড ২৩.৭৫ কেটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। যে কারণে তার কাছ থেকে প্রত্যাশা একটু বেশিই ছিল। শুরুতে না পারলেও গতকাল সেই মানটা রেখেছে ভেঙ্কি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে হায়দ্রবাদকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেকেআর।
বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেনে চোখ ধাধানো ইনিংস খেলে সমালোচকদের জবাব দিয়ে রাখেন ভেঙ্কটেশ। ২৯ বলে করলেন ৬০ রান। মারলেন ৭টি চার ও ৩টি ছয়। তাকে সঙ্গ দিয়ে হাফসেঞ্চুরি করেন তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ১৭ বলে ৩২ রান করে। ম্যাচ জেতার পর সমালোচকদের আরো এক হাত নেন শুরু ম্যাচে রান না পাওয়া ভেঙ্কি।
দাম নিয়ে বিতর্ক তুলে সমালোচনা করা নিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ‘একবার আইপিএল শুরু হয়ে গেলে আমার দাম ২০ লক্ষ নাকি ২০ কোটি, সেটা যায়ে আসে না। আমি কীভাবে ক্রিকেট খেলব, সেটা টাকা ঠিক করে দেবে না।’
তিনি আরো বলেন,‘এটা ঠিক যে, নিলামের দাম ও প্রত্যাশা নিয়ে প্রশ্ন আসবেই। কিন্তু আমার লক্ষ্য শুধু দলের সাফল্যে অবদান রাখা। আমি সবচেয়ে বেশি টাকা পাচ্ছি মানে এই নয়, প্রতি ম্যাচে আমায় রান করতে হবে। দলে কতটা প্রভাব রাখতে পারছি, সেটাই আসল। ভালো খেলতে পারছি কি না সেটা নিয়ে চিন্তিত। টাকা নিয়ে চিন্তিত নই।’
রানমেশিন খ্যাত হায়দ্রবাদকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে আগ্রাসনের বিষয়টা অন্যরকম। আমরা এমন দল নই যে একদিন ২৫০ করব, আরেকদিন ৭০ করব। আমরা পিচ ও পরিস্থিতি বুঝে খেলি।’