তামিমের বদলে মোহামেডানের নেতৃত্বে তাওহিদ হৃদয়!

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৪০ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

ছুটি শেষ! পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আবারো ব্যস্ততা শুরু হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। সেই ধারাবাহিকতায় আগামী রোববার থেকেও আবারো যথারীতি মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো। তবে এরই মাঝে হার্ট অ্যাটাকের কারণে আসর থেকে ছিটকে গেছেন মোহামেডানের অধিনায়ক ও দেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। এমতাবস্থায় তার বিকল্প হিসেবে তাওহিদ হৃদয় নেতৃত্ব দেওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বেশ তোড়জোড় করে তারকাবহুল দল নাজিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় ধারা অক্ষত রেখে বেশ ভালোভাবে আগাচ্ছিল দলটি। তবে সেখানে বাগড়া দেয় অধিনায়ক তামিমের অসুস্থতা। যে কারণে এখন দলকে নতুস অধিনায়ক খোজঁতে হবে। আর তা করতে হবে রোববারের আগেই। কেননা রোববার থেকে আবারো মাঠে ফিরবে ডিপিএল। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মেহেদী হাসান মিরাজকে বিবেচনা করা হলেও ক’দিন পর জাতীয় দলকে সার্ভিস দিতে হবে তাকে। যে কারণে তাওহিদ হৃদয়ের দিকে নজর দিচ্ছে মোহামেডান ম্যানেজমেন্ট।

এ বিষয়ে দলটির ম্যানেজার সাজ্জাদ হোসেন শিফন বলেন,‘শনিবার থেকে বিরতি শেষে অনুশীলন শুরু হবে। সেখানে জানতে পারব আসলে কে অধিনায়ক হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে।'

 

 

 

  

 

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :