শান্তকে প্রশংসায় ভাসালেন কোচ সিমন্স
বয়সভিত্তিক দল থেকেই নাজমুল হোসেন শান্তর প্রতি বাড়তি প্রত্যাশা ছিল বাংলাদেশ ক্রিকেটের ভক্তসমর্থকদের। সময়ের সঙ্গে নিজেকে পরিণত করেছেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। বর্তমানে ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কত্ব করছেন তিনি। তবে তার ওপর যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারছেন না তিনি।
ক্যারিয়ারজুড়ে প্রশংসা পেয়েছেন অনেক। তবে তার থেকে বেশি পেয়েছেন সমালোচনা। দলের হয়ে কখনো ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারেন নি। তার অধিনায়কত্বে সর্বশেষ দুই আইসিসি ইভেন্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে খেলার সুযোগ নষ্ট করার পর চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে হয়েছে ভরাডুবি। তবে যত সমালোচনাই হোক শান্তর অধিনায়কত্বে খুশি বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।
আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় শান্ত একজন নেতা। তার নেতৃত্বের ধরন দারুণ। কারণ, খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। সতীর্থরা ওর সঙ্গে বসতে পারে, মন খুলে কথা বলতে পারে।’
এখানেই থেমে থাকেন নি সিমন্স। পরবর্তীতে বলেন, ‘সে জানে কীভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়েরা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে।’
২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে বাংলাদেশ দলের দায়িত্ব নেন সিমন্স। কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিসিবি আরও দুই বছর চুক্তি বাড়িয়েছে তার। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সিমন্স।