সিটিতে শেষ হতে চলেছে ব্রুইনা অধ্যায়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:২৪ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫

আধুনিক ফুটবলের সেরা মিডফিল্ডারদের তালিকায় কেভিন ডি ব্রুইনার নামটা উপরের সারিতে থাকবে। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন সব ধরণের ট্রফিই। তবে অবশেষে সিটিতে ব্রুইনা অধ্যায় শেষ হতে চলেছে। এই মৌসুম শেষেই ইতিহাদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ান এই মিডফিল্ডার।

এবারের মৌসুমে বাজে সময় পার করছে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে আগেই। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়েও টিকে নেই। আসর জুড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ব্রুইনা। ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার কথা এ বছরের ৩০ জুন। গুঞ্জন ছিল ৩৩ বছর বয়সী এই ফুটবলারও চুক্তি নবায়ন করতে চান না। এবার সে গুঞ্জনই সত্যি হলো। সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি।

আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ম্যানসিটি ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্রুইনা। ২০১৫ সালে সিটিতে যোগ দেওয়ার পর এই দশ বছরে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ।

বিবৃতিতে ব্রুইনা বলেন, ‘এটা বলা আমার জন্য খুব কষ্টের। তবে আমরা সবাই জানি একজন ফুটবলারের জীবনে এমন দিন আসেই। ম্যানচেস্টার সিটি-তে এই কয়েকটা মাসই আমার শেষ। আসুন, বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি!’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই শহর, এই ক্লাব, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। এর প্রতিদান হিসেবে আমরা তাদের জন্য সবকিছুই জিতেছি। এই সময়টা আমার জীবনের সেরা সময়। তবে অবশেষে বিদায় বলার সময় এসে গেছে। সব গল্পেরই শেষ আছে। এই দশ বছরের জন্য এই শহর, ক্লাব, কোচ ও আমার সতীর্থ সকলকে ধন্যবাদ। ম্যানচেস্টার চিরদিন আমার বাড়ি হয়ে থাকবে।’

ম্যানসিটির হয়ে ৪১৩ ম্যাচে মাঠে নেমেছেন এই বেলজিয়ান ফুটবল জাদুকর। ক্লাবটির হয়ে করেছেন ১০৬ গোল। তার নামের পাশে আছে ১৭০ অ্যাসিস্ট।

খেলার দুনিয়া | ফলো করুন :