আইপিএলে ৪র্থ ব্যাটার হিসেবে রিটায়ার্ড হলেন তিলক
৭ বলে দরকার ২৪ রান! লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গতকাল এমনই ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরকার্ড। দল যখন বাচাঁ মরার সন্ধিক্ষনে তখন ২২ গজে বল খরচ করছেন মুম্বাই ব্যাটার তিলক বর্মা। যে কারণে তাকে রিটায়ার্ড আউট করে মিচেল স্যান্টনারকে ব্যাট করতে পাঠায়। তিলককে রিটায়ার্ড আউট করিয়েও অবশ্য শেষটা ভাল করতে পারে নি দলটি। শেষপর্যন্ত ১২ রানে ম্যাচ হেরেছে মুম্বাই।
আইপিএলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো কোনো ব্যাটার রিটায়ার্ড আউট হলেন। অবশ্য আগের ম্যাচ গুলোতে রান খরায় ভুগছিলেন তিলক। গতকাল খেলেন ২৩ বলে ২৫ রানের মন্থরগতির এক ইনিংস। যে কারণে তাকে রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই। তাকে সাঝঘরে ফেরানো নিয়ে কোচ মাহেলা জয়াবর্ধনের দাবি, স্লগ ওভারে তিলক মারতে পারছিলেন না বলেই তাকে তুলে নিয়ে নতুন কাউকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। এটা কৌশলগত সিদ্ধান্ত ছিল বলেও জানান লঙ্কান এ কোচ।
তিনি জানান,‘সে শুধু শুরু করতে চেয়েছিল, কিন্তু পারলো না আমরা শেষ কয়েকটি ওভার পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আশা করছিলাম যে সে রান ফিরে পাবে। কারণ সে মাঠে লম্বা সময় ধরে ছিল, তাই সে সেই হিটটি বের করতে পারার কথা ছিল। কিন্তু আমি শুধু মনে করেছিলাম যে শেষে, আমাদের একজন নতুন খেলোয়াড় দরকার ছিল।’
তিনি আরো জানান,‘ক্রিকেটে এ ধরনের ঘটনা ঘটে। তাকে বাইরে নেওয়াটা খুব ভালো লাগেনি, কিন্তু আমাকে তা করতে হয়েছিল, ওই মুহূর্তে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল।’ অবশ্য ক্রিকেট ক্যারিয়ারে নিজেও রিটায়ার্ড আউটের শিকার হয়েছিলেন জয়াবর্ধনে। সেটা ছিল আর্ন্তজাতিক ক্রিকেটে। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রিটায়ার্ড আউট হন তিনি।