খুব শীগগির মাঠে ফিরছেন বুমরাহ!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৩৮ এএম | ০৫ এপ্রিল, ২০২৫

বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল করতে গিয়ে চোটে পড়েছিলেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। প্রথমে চোট গুরুতর মনে না হলেও পরে দেখা যায় পিটের মাংস পেশিতে টান অনুভব করছেন তিনি। সেবার চোট নিয়ে মাঠ ছাড়ার পরে লম্বা সময় পার হলেও এখনো মাঠে ফিরেন নি তিনি। তবে এবার জানা গেছে খুব শীগ্রই মাঠে ফিরছেন ম্যান ইন ব্লুর এই পেসার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুমরাহকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চোটের কারণে টানা তিন ম্যাচ তাকে ছাড়াই মাঠে ধুকতে হয়েছে দলটির বোলারদের। চার ম্যাচের এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ পাচেঁর বাইরে আছে দলটি। এমতাবস্থায় শিরোপার লড়াইয়ে ফিরতে বুমরাহ দলে ফেরার বিকল্প দেখছে না মুম্বাই।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ,‘খুব শিগগির মাঠে ফিরবেন পিঠের সমস্যা নিয়ে জানুয়ারি থেকে পুনর্বাসনে থাকা বুমরা। তবে সেই শিগগির হয়তো আগামী সোমবারও নয়, যেদিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ।’

ফিরবে বললেও সুনিদিষ্ট করে কোনোর দিনক্ষণ বলেনি ক্রিকিইনফো। যে কারণে কবে নাগাদ তাকে ২২ গজে দেখা যেতে পারে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জানা গেছে ভারতের সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষার চূড়ান্ত পর্ব পার করার কাছাকাছি পর্যায়ে চলে গেছেন ভারতীয় এই ফাস্ট বোলার।

এদিকে জুন মানে ইংল্যান্ডের বিপক্ষে পাচঁ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর আগেই বুমরাকে মাঠে ফেরাতে চায় বিসিসিআই। তবে বুমরা নিজে পুরোপুরি ফিট না হয়ে মাঠে ফিরতে চান না বলে জানা গেছে।

খেলার দুনিয়া | ফলো করুন :