ধোনির প্রশংসায় মাতলেন পাথিরানা
মেন্টরদের বলা হয় ক্রিকেটারদের পরশ পাথর। মানে বিষয়টা এমন যে মেন্টররা চাইলেই পাল্টে দিতে পারেন ক্রিকেটারদের ক্যারিয়ার আবার এর বিপরীতও হতে পারে। সে জায়গায় মেন্টর হিসেবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তুলনাটা আসলে চলে না। এরই মাঝে আবার একজন তাকে বসিয়েছেন ক্রিকেটীয় পিতার আসনে।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে থেলেন লঙ্কান পেসার সেনসেশন মাথিশা পাথিরানা। চেন্নাইতে তার ভেড়ার ঘটনাটাও চরম নাটকীয়। চোটে পড়া এতজনের বদলে ২০২২ সালে দলে জায়গা পেলেও বোলিংয়ে মুগ্ধ করে দিয়ে সেখানে নিজের জায়গা পোক্ত করে ফেলেন তিনি। পরের বছর ১২ ম্যাচে ১৯ উইকেট আর ২৪ সালে মাত্র ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করে নিজের জাত চেনান তিনি।
তবে এবার ধোনিকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে আলোচনায় এসেছেন তিনি। চেন্নাই সুপার কিংস প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় ধোনি আমার বাবার মতো। চেন্নাইতে আনার পর থেকে তিনি আমাকে যেই মেন্টরশিপ ও নির্দেশনা দিচ্ছেন তাতে তিনি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন। বলা চলে তিনি আমার ক্রিকেটীয় পিতা।’
সেখানে তিনি আরো জানান, আমি যখন প্রথম চেন্নাইয়ের হয়ে মাঠে নামি, তখন তিনি আমাকে দেখে উষ্ণভাবে বলেছিলেন, হাই মালি! কেমন আছ? আপনারা জানেন মালি বলতে আমাদের শ্রীলঙ্কার কালচারে ছোট ভাইকে বুঝানোর হয়। তিনি আমাকে সেই জায়গা দিয়েছিলেন। আমি খুবই কৃতজ্ঞ।’
ধোনিকে নিয়ে পাথিরানার মা জানান,‘ধোনি ইশ্বরের মতো। তাকে সে (পাথিরানা) অনেক সম্মান করে। ঠিক যেমনটা তার বাবাকে করে। তাকে নিয়ে আসলে তুলনা হয় না।’