কে হচ্ছেন ব্রাজিলের কোচ? জানা যাবে জুনের আগে
পরপর হার দিয়ে বিধ্বস্ত ব্রাজিল শিবির। চিরপ্রতিদ্বন্দি আর্জেন্টিনার কাছে হারের পরে দলের প্রধান কোচ দরিভাল জুনিয়রকে ছাটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সেই থেকে কে হচ্ছেন সেলেসাওদের পরবর্তী কোচ সে আলোচনা বেশ তুঙ্গে উঠেছে বিশ্ব ফুটবলাঙ্গনে। এরই মাঝে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে নতুন কোচ কে হবেন সেটা জুনের মধ্যেই নিশ্চিত করবে তারা।
সেলেসাওদের নতুন কোচ নির্বাচনে গতকাল শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে বসে সিবিএফ। যেখানে উপস্থিত ছিলেন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ, পুরুষ জাতীয় দলের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর হুয়ান সহ আরো অনেকে। বৈঠকের পরে নতুন কোচের বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ জানিয়েছেন, ব্রাজিওেলর ডাগআউটে কে দাড়াতে যাচ্ছেন সেটা নির্ধারিত হবে চলতি বছরের জুনের মধ্যে। ফিফার জুনেউইন্ডোর আগে শিবিরে স্থিতিশীলতা ফেরাতেদ চায় সিবিএফ।
এদিকে সেলেসাওদের নতুন কোচ হওয়ার তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও সেখানে এগিয়ে আছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কোচ জর্জ জেজুস। অবশ্য তার কাছে কোনো সাড়া মেলেনি এ বিষয়ে। সেখানে আরো আছে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তির নামও।
গতকালকের সভার বিষয়ে পুরুষ দলের সমন্বয়ক রদ্রিগো জানান,‘কোচ খোঁজার এই প্রক্রিয়ায় বিদেশি ম্যাচ পর্যবেক্ষণও চলছে। সেই সূত্রে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ) এবং পর্তুগিজ কোচ জোসে মরিনহো (বর্তমানে ফেনারবাচে)–এই দুই অভিজ্ঞ কোচও রয়েছে বিবেচনায়, 'আমাদের নির্বাচন বিভাগ নিয়মিত রিপোর্ট দিচ্ছে, মাঠ পর্যবেক্ষণ করছে এবং দেশের বাইরে প্রতিযোগিতাগুলো পর্যবেক্ষণ করছে। এই কাজ প্রতিদিনের এবং ধারাবাহিকভাবে আগেও হয়ে এসেছে।’