নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সম্মানটা বেঁচেছিল। ৪-১ ব্যবধানে হারলেও হোয়াইটওয়াশ হতে হয়নি। তবে ওয়ানডেতে রেহায় পেল না মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হেরে যাওয়া পাকিস্তার তৃতীয় ও শেষ ওয়ানডেতেও হেরেছে ৪৩ রানে।
সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে বে ওভালে বৃষ্টির বাধায় ম্যাচ গড়িয়েছে ৪২ ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ২ ওভার বাকি থাকতেই ২২১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। আর তাতেই হোয়াইওয়াশ হওয়ার লজ্জা পেল নিজেদের হারিয়ে খুঁজতে থাকা রিজওয়ানের দল।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইমাম উল হক মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে। কনকাশন সাব হিসেবে নামা উসমান খান করেছেন মাত্র ১২ রান। এদিন অর্ধশতকের দেখা পেয়েছেন বাবর আজম। অধিনায়ক রিজওয়ান করেছেন ৩৭ রান। তবে শেষের দিকে পথ হারায় তারা। বেন শিয়ার্সের পাঁচ উইকেট শিকারের দিনে পাকিস্তান গুটিয়ে গেছে ২২১ রানেই।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ৪৩ রান। হেনরি নিকোলস করেন ৩১ রান। তবে এদিন দলের হাল ধরেন অধিনায়ক ব্রেসওয়েল। ৪০ বলে করেন ৫৯ রান। পাকিস্তানের হয়ে আকিফ জাবেদ নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৬৪/৮ (৪২ ওভার) (ব্রেসওয়েল ৫৯, মারিউ ৫৮, আকিফ ৪/৬২)।
পাকিস্তান: ২২১/১০ (৪০ ওভার) (বাবর ৫০, রিজওয়ান ৩৭,সিয়ার্স ৫/৩৪,
ফল: নিউজিল্যান্ড ৪৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাইকেল ব্রেসওয়েল।
ম্যান অব দ্যা সিরিজ: বেন সিয়ার্স