দর্শকের ওপর মেজাজ হারালেন খুশদিল!
নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। খবরটা এতটুকু হলে বোধহয় ভাল ছিল। তবে কিন্তু না, সেই ঘটনা গড়িয়েছে অনেকদুর। হারের পর মেজাজ হারিয়েছেন ব্যাটার খুশদিল শাহ। আর মেজাজ হারিয়ে এক দর্শক মারার উদ্দেশ্যেও ছুটে গিয়েছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে আর বেশি কিছু হয় নি সেখানে।
সিরিজের শেষ ওয়ানডেতে বৃষ্টি হানা দিয়েছিল। সেই ম্যাচে ৪৩ রানের ব্যবধানে হেরে হোয়াটওয়াশ হয় পাকিস্তান। ম্যাচেশেষে পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে। সেসময়েই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। আর সেটা শুনেই এক দর্শকের ওপর মেজাজ হারিয়ে বসেন খুশদিল শাহ।
জানা গেছে খেলা দেখতে আসা দুই জন আফগান দর্শক পাকিস্তানের খেলোয়াড়দের নাম ব্যবহার করে অনবরত তীর্যক মন্তব্য করে যাচ্ছিলেন। যেটা শুনে স্থির থাকতে পারেননি খুশদিল। মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়। আর এমন আচরণের পর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে খুশদিল শাহের বিপক্ষে।