ছুটি শেষে রোববার শুরু ডিপিএল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩৭ পিএম | ০৫ এপ্রিল, ২০২৫

শেষ হতে চলেছে ঈদের ছুটি। ব্যস্ততায় ফিরবে দেশের সর্বস্তরের মানুষ। যাদের মাঝে অন্তর্ভুক্ত দেশের ক্রীড়াঙ্গনও। আগামীকাল থেকে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে ক্রিকেটারদের। ছুটি শেষে আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। 

ছুটির আগে ২৫ মার্চ হয়েছে শেষ ম্যাচ। এখনো পর্যন্ত শেষ হয়েছে ডিপিএলের আট রাউন্ড। বাকি আছে আর মাত্র তিন রাউন্ড। আগের মত আগামীকালও মাঠে গড়াবে নবম রাউন্ডের তিন ম্যাচ। যেখানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। 

আট রাউন্ড শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আবাহনী। গাজী গ্রুপ ক্রিকেট ক্লাব ও মোহামেডানের পয়েন্ট ১২। তবে রানরেটে এগিয়ে থেকে দুইয়ে গাজী গ্রুপ। চার ও পাঁচে প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১০। রানরেটে প্রাইম ব্যাংক এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চারে আছে তারা। 

ষষ্ঠ দল হিসেবে জায়গা করে নিতে লড়াই করছে লেজেন্ডস অব রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাব। দুই দলেরই পয়েন্ট সমান ৯। তবে  রানরেটে এগিয়ে রূপগঞ্জ। রেলিগেশনের জন্য লড়াই করছে শাইনপুকুর, রূপগঞ্জ ক্রিকেটার্স, পারটেক্স, ব্রাদার্স ইউনিয়ন ও ধানমন্ডি ক্লাব। ৮ ম্যাচে ১ জয়ে সবার শেষে শাইনপুকুর। 

তবে ডিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের দিন গুরুতর অসুস্থ হয়ে পরায় এবারের আসরে আর মাঠে নামা হচ্ছেনা বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। তার জায়গায় মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়।

আট রাউন্ড শেষে ডিপিএল পয়েন্ট টেবিল

দল                           ম্যাচ   জয়   হার   ড্র    পয়েন্ট      রান নেট 

আবাহনী লিমিটেড          ৮     ৭     ১      ০     ১৪           ১.৩৬০
গাজী গ্রুপ ক্রিকেটার্স       ৮    ৬     ২      ০     ১২           ০.৯৪৯
মোহামেডান স্পোর্টিং ক্লাব  ৮    ৬     ২     ০     ১২           ০.৪৯৩
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব  ৮    ৫     ৩      ০    ১০           ০.৭৩৪
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৮    ৫     ৩     ০     ১০           ০.২৯৩
লিজেন্ডস অফ রূপগঞ্জ     ৮    ৪     ৩      ০     ৯            ১.৮২৭
গুলশান ক্রিকেট ক্লাব      ৮     ৪     ৩       ০    ৯            ০.০৪০
ধানমন্ডি স্পোর্টস ক্লাব      ৮    ৩     ৫       ০    ৬           -০.৬০৯
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ৮     ২     ৫       ০    ৫           -০.৯৮১
পারটেক্স স্পোর্টিং ক্লাব      ৮    ২     ৬       ০    ৪           -০.৯৬৮
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ৮      ১      ৬      ০     ৩          -১.১৭৩
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৮      ১      ৭       ০     ২           -১.৮৫

খেলার দুনিয়া | ফলো করুন :