২৫ বছর পর বায়ার্ন ছাড়বেন মুলার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:২৫ পিএম | ০৫ এপ্রিল, ২০২৫

গতকাল ১০ বছর পর ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এবার তার পথে হাঁটলেন বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি ফুটবলার টমাস মুলার। ২৫ বছর পর বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী মুলার।

নিজের ফুটবল ক্যারিয়ারে মুলারের পরিচয় দুইটা দলের হয়েই। জার্মান জাতীয় দল ও আরেকটি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। গতবছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। এবার নিজের ক্যারিয়ারের একমাত্র ক্লাব বায়ার্নকেও বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন মুলার। মুলারের পাশাপাশি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষও।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবে সবচেয়ে বেশি সময় খেলা চালিয়ে যাওয়ার রেকর্ডটা মুলারের। ২০০০ সালে বায়ার্ন একাডেমিতে যোগ দেওয়া মুলার ক্লাবটির সঙ্গে আছেন টানা ২৫ বছর।

এই মৌসুম শেষে বায়ার্নকে বিদায় জানানো প্রসঙ্গে মুলার বলেন, ‘আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।’

মুলারের ফুটবল ক্যারিয়ারটা পরিপূ্র্ণ। গত ১৭ মৌসুমে বায়ার্নের সকল অর্জনের সঙ্গী এই জার্মান ফুটবলার। ক্লাবটির হয়ে ৭৪৩ ম্যাচে তার গোল সংখ্যা ২৪৭ টি। জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ, ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :