তামিমের জায়গায় অধিনায়ক হয়ে যা বললেন হৃদয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:২৫ পিএম | ০৫ এপ্রিল, ২০২৫

ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড। নবম রাউন্ডের প্রথম দিনেই মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে তাদের খেলতে হবে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়া। তামিমের জায়গায় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

গত ২৪ মার্চ শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। সেখান থেকে জীবনের সঙ্গ পাঞ্জা লড়ে ফিরে এসেছেন। তবে খেলা থেকে আপাতত দূরে থাকতে হবে। তাই ডিপিএলের এবারের আসরে আর মাঠে নামবেন না তিনি। তাই তার জায়গা দলের নেতৃত্ব দেবেন হৃদয়।

মোহামেডানের অধিনায়ক হওয়ার পর আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন হৃদয়। মোহামেডানের অধিনায়ক হওয়ার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে, আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য। চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’

অসুস্থতার কারণে বাকি ম্যাচগুলো তামিমকে পাবে না মোহামেডান। সামনে জিম্বাবুয়ে সিরিজ। তখন জাতীয় দলের ক্রিকেটারদের যোগ দিতে হবে অনুশীলনে। এসব নিয়ে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’

তামিমের না থাকাকে হৃদয় দেখছেন নতুনদের জন্য সুযোগ হিসেবে। এ নিয়ে মোহামেডানের নতুন এই অধিনায়ক বলেন, ‘জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’

৮ রাউন্ড শেষে ৬ জয় ও দুই হারে মোহামেডানের পয়েন্ট ১২। সমান ম্যাচে সমান পয়েন্ট গাজী গ্রুপ ক্রিকেটার্সেও। তবে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে আছে হৃদয়ের দল।

খেলার দুনিয়া | ফলো করুন :